ফয়সাল আহমেদ আব্দুল্লাহ-বেলাব(নরসিংদী)প্রতিনিধি:
নরসিংদীর বেলাবোতে এই প্রথম উৎপাদন হচ্ছে কেমিক্যালমুক্ত মুড়ি।গত শুক্রবার বিকালে চর বেলাব পশ্চিম পাড়ায় অবস্থিত ভূঁইয়া ট্রেডার্স কর্তৃক পরিচালক মুড়ির কারখানাটি ফিতা কেটে উদ্বোধন করেন জাকের পার্টির কেন্দ্রীয় তাঁতীফ্রন্টের সাধারণ সম্পাদক শফিকুল হক সবুজ মিয়া। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জাকের পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ওয়াইজ উদ্দিন আকন্দ,নরসিংদী জেলা জাকের পার্টির সহ-সভাপতি বিজয় রহমান বিল্লাল,নরসিংদী জেলা জাকের পার্টির উত্তর এর সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মেদ আবদুল্লাহ,ঢাকা বিভাগের জাকের পার্টির ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর হক সাঁগর সহ প্রমূখ। এ সময় ভুঁইয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী শফিকুল হক সবুজ বলেন,কেমিক্যালমুক্ত মুড়ি ও খাটি মধু ও ঘি সাধারন মানুষের দূর গোড়ায় পৌছে দেয়ার অঙ্গিকার নিয়ে ভূইয়া ট্রেডার্সের যাত্রা শুরু করি। এখান থেকে সারা দেশে স্বল্প মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করা হবে।