রেজাউল আলম বিপ্লব :
গতকাল দুপুরে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডের বেলাব রোডে হাসপাতালের উদ্বোধন করা হয়।
বারৈচা ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ আল-আমিনের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ হানিফুর রহমান সুমনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শমসের জামান ভূইয়া রিটন। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সনেট মোঃ নোমান, বেলাব উপজেলা পরিষদের
মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার আমেনা, বেলাব থানার (ওসি) তদন্ত মীর মাহবুব রহমান, বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তি, চর উজিলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, বেলাব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক, সাবেক সভাপতি শেখ আঃজলিল, বারৈচা ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডাঃ শায়লা ফারজানা'সহ প্রমূখ।
জানা যায়, হাসপাতাল কর্তৃপক্ষ উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার সব ধরনের রোগীদের ফ্রী চিকিৎসা ও টেস্টের ওপর ৫০ শতাংশ ছাড় দিচ্ছেন।
বক্তারা বলেন, বেলাবতে উন্নতমানের চিকিৎসার ব্যবস্থা নাই। সামন্য জটিল কোন রোগী হাসপাতালে আসলে তাদের ভৈরব, নরসিংদী, ভাগলপুর বা ঢাকায় পাঠাতে হয়। আজ বারৈচা ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের হাসপাতালের উদ্বোধন হচ্ছে। হাসপাতালটি আধুনকি যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা দেবেন।
আশা করছেন এ হাসপাতালটিতে সেবার মান বজায় রেখে যথাযথ চিকিৎসা দিয়ে অসহায় জনগণের পাশে দাঁড়াবে এবং এখন থেকে বেলাবতে জনগণের চিকিৎসার জন্য আর ভৈরব, নরসিংদী, ভাগলপুর বা ঢাকায় যেতে হবে না বলে আশা করছেন। হাসপাতালের সাফল্য কামনা করেন বক্তারা।