বেলাব(নরসিংদী(প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ঘোড়া প্রতীকে ভোট চাইলেন তরুন প্রজন্মের আইকন বীরমুক্তিযোদ্ধার সন্তান,নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য চেয়ারম্যান প্রার্থী ভাস্কর অলি মাহমুদ।আগামী ২১ মে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে বেলাব উপজেলার চেয়ারম্যান পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। তাদের মধ্যে সর্বকনিষ্ঠ প্রার্থী ভাস্কর অলি মাহমুদ।তিনি নরসিংদী জেলার বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামের এক সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রাহণ করেন।তিন ভাইয়ের মধ্য তিনি সর্বকনিষ্ঠ। চট্রগ্রাম ইউনিভার্সিটি থেকে চারুকলায় স্নাতকোত্তর উচ্চতর ডিগ্রি অর্জন করেন। নরসিংদী জেলা সহ বাংলাদেশের অসংখ্য জায়গায় সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানে ভাস্কর্য নির্মাণ করে সুনাম অর্জন করেছেন।নরসিংদীর শাহেপ্রতাপে দেশের সর্বোচ্চ বঙ্গবন্ধু তর্জনী ভাস্কর্যটি ও অলি মাহমুদের শিল্পকর্ম। এ ছাড়া ইডেন মহিলা কলেজ,নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপার কার্যালয়,বেলাব, মনোহরদী উপজেলা গেইট সহ অসংখ্য স্থাপনা শিল্পের জাদুকর তিনি। ধুকুন্দী নিজ গ্রামে অবস্থিত ধুকুন্দী উচ্চ বিদ্যালয়েনর পর পর দুই বার সভাপতির দায়িত্ব পালন করে আসছে। চট্রগ্রাম ভার্সিটির সাবেক ছাত্রনেতা সর্বশষ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য।নিজেকে মানব সেবায় উৎসর্গ করতে উপজেলায় চেয়ারম্যার পদে প্রার্থী হয়েছেন। খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষে এবং একটি সুখী সমৃদ্ধ ও স্মার্ট উপজেলা গড়তে ঘোড়া মার্কায় ভোট চাইলেন। চেয়ারম্যান প্রার্থী ভাস্কর অলি মাহমুদ বলেন,আমি নিজের জন্য নয়, খেটে খাওয়া মানুষের জন্য, যারা নিজেদের অধিকার সম্পর্কে জানেনা তাদের ন্যায অধিকার ফিরিয়ে দিতে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি।সমাজ থেকে সন্ত্রাস,মাদক,বাল্যবিবাহ দূরীকরন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষে সবাই আমাকে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, আগামী ৫ টি বছর আমি আপনাদের সেবক হয়ে থাকবো ইনশাআল্লাহ।
আপনারা পাশে থাকলে জয় লাভ করবো ইনশাআল্লাহ।