আলী হোসেন,বেলাব(নরসিংদী)প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নরসিংদীর বেলাবতে চেয়ারম্যান পদে সাত,ভাইস চেয়ারম্যান পুরুষ আট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন তাদের মনোনয়ন পত্র জমা দেন।ভাইস চেয়ারম্যান(পুরুষ)আট জনের মধ্যে হাজী হুমায়ুন কবির,এস. এম সাইফুল ইসলাম, ইসলাম উদ্দিন,এমদাদুল হক ফরিদ,রফিকুল ইসলাম রফিক, খোরশেদ আলম,মেহেদী হাসান রতন, ডা.খলিলুর রহমান।
আগামী ২১ মে ২০২৪ ইং তারিখে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। ভাইস চেয়ারম্যান প্রার্থী আলোচনায় সবার শীর্ষে রয়েছে হাজী হুমায়ুন কবির, যিনি এবার ই প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করেন। বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে রয়েছ তার বেশ সুনাম, এবং আপন টেলিকম এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিটি এলাকায় তার রয়েছে ইমেজ। বিন্নাবাইদ ইউনিয়নের বাসিন্দার মোঃ আরমান হোসেন বলেন,ভালো মানুষ হিসেবে হুমায়ুন কবিরকে আমরা চিনি। তিনি সবার পরিচিত মুখ। আশা করি তিনি এবার জয় লাভ করবে। নারায়নপুর ইউনিয়নের ভাটের গ্রামের বাসিন্দার মোঃ আকাতার হোসেন বলেন, আমাদের এলাকায় হুমায়ুন কবির ভালো অবস্থানে আছে।যদি সুষ্ঠ ভোটের পরিবেশ হয় তাহলে হুমায়ূন কবির ভালো করবে।
ভইস চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির বলেন, জনগন আমার শক্তি, জনগন ক্ষমতার উৎস।জনগন আমাকে ভালোবাসে আমি আশাবাদী জনগনের ভোটের মাধ্যমে আমি জয় লাভ করবো। আমি নির্বাচিত হলে বেলাব উপজেলার মানুষের সুখে দুঃখে পাশে থাকবো। তাদের অধিকার ফিরিয়ে দিতে কাজ করবো। তাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।আমি জয় লাভ করলে আমি হবো জনতার চেয়ারম্যান।