বেলাব(নরসিংদী)প্রতিনিধিঃ-
নরসিংদীর বেলাবতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদার ঘর সহ দুটি বাড়ির পাঁচটি কক্ষ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
৩ রা আগষ্ট বুধবার দুপুরে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে উক্ত আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হয়েছে । উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদার ও পার্শ্ববর্তী চা বিক্রেতা আব্দুল সাত্তার এর বাড়ি সহ দুটি বাড়ির মোট পাঁচটি কক্ষ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
খালেদা বলেন, আমি খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসকে ফোন দেই, বাজারে জ্যাম থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌছাইতে কিছুটা বিলম্ব হয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বেলাবো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইয়াসিন ইকবাল জানান আমি খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে এসে পৌছাই এবং আমাদের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এই অগ্নিকাণ্ডের ক্ষয় ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় পাঁচ লক্ষ টাকা হতে পারে ।
Leave a Reply