মনোহরদী( নরসিংদী)প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টি ইউনিয়নে সর্বমোট ১৫২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার মনোনয়ন দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ১৭জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩৪ জন ও সাধারণ সদস্য (মেম্বার) পদে ১০১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা আগামী ১৫জুন ২০২২ নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৪নং খিদিরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯জন সংরক্ষিত (নারী) সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য(মেম্বার) পদে ৪০ জন, ৫নং চরমান্দালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত (নারী) সদস্য পদে ১০ জন, এবং সাধারণ সদস্য (মেম্বার) পদে ৩০ জন, ১২নং কৃষ্ণপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত (নারী) সদস্য পদে ১১, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৩১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।উপজেলা নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ জানান,প্রার্থীরা যথাযথ নিয়ম মেনে মনোনয়ন দাখিল করেছে। ১৯মে রবিবার সকাল ১০টা হতে ৫ টা পর্যন্ত যাচাই বাচাই হবে।রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২০ থেকে ২২ মে পর্যন্ত। আপিল নিস্পত্তি করা হবে ২৩ থেকে ২৫ মে পর্যন্ত।২৬ মে প্রত্যাহার ২৭ মে প্রতিক বরাদ্দ এবং ১৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৩টি ইউনিয়নেই ইভিএম এর মাধ্যমে ভোট নেওয়া হবে।
Leave a Reply