মারবেলের নতুন সিরিজ মিস মারবেল তবে এটাতে সেই স্পাইডারম্যান, ড, স্ট্যাঞ্জ, থোর ,আয়রন, ম্যান মূলত কোন সুপার হিরো নেই। আছে শুধু ক্যাপটেন মারবেলের পোষ্টার বা এনিম্যাশন । যার কিনা একটি মুভি প্রকাশিত হয়েছে কিন্তু তেমন সাড়া ফেলতে পারেনি তার ছায়া অনুকরনেই এসছে মিস মারবেল সিরিজ তাই পাবলিক এটার জন্য খুবই কম আশাবাদী। কেমন দেখলাম মিস মারবেল এর প্রথম এপিসোডে মারবেলের লগোর পরই দেখলাম ক্যাপটেন মারবেলে কে নিয়ে একটি এ্যানিমেশন ভিডিও পরে বুজতে পারলাম একজন ইউটিউব ক্রিয়েটর যে কিনা তার ভিডিও আপলোড করছিলো আমি তো প্রথমে ভেবেছিলাম ভুল ক্লিপ চলছে পরে দেখি না এটাই মারবেলের ক্রিয়েটিভি।
কাহিনী হলো কমলা খানের যে পাকিস্তানের একটি মুসলিম পরিবারের মেয়ে আর থাকে নিউ জার্সিতে যে সব সময় এডভেঞ্চার ডুবে থাকে নিজের মনের মতো করে কাহিনী সাজায়। আর সেই কাহিনী গুলোকে এ্যানিমেশনের রুপ দিয়ে গল্প বলতে থাকে, আর সেগুলো ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে। আর সে নিজের মনের মধ্যে ক্যাপটেন মারবেলকে এমন ভাবে ধারন করেছে যে সব সময় তার চোখের সামনে ক্যাপটেন মারবেলের এ্যানিমেশন চলতে থাকে।
তার মানে কমলা খান ক্যাপটেন মারবেলের অনেক বড় ফ্যান কিন্তু পারিবারিক শিক্ষার আর কালচারের কারনে সে তার মনের মতো করে চলতে পারেনা। মুভিতে বলা হয় তুই অনেক ছোট আর টাইট কাপড় পড়াটা ঠিক না। বাইরে ছেলেদের সাথে ঘুরতে পারবেনা তাহলে হতে হবে ধর্ষনের স্বীকার তাই পর্দা করে চলো বোন। এসবই ছিলো সমভ্রান্ত একটি মুসলিম পরিবারের কাহিনী। কলেজে একজন মুসলিম মেয়েকে অনেকটা ট্রল ও করা হয়। তাছাড়া মিস মারবেল একটু খাটো সেটা নিয়ে ও তার মন খারাপ হয়। কিন্তু তার একজন ভালো বন্ধু ও থাকে যে কিনা সকল পরিস্থিতে বন্ধুর পরিচয় দেয় এবং কমলা খানকে সাহায্য করে সব বিষয়ে। এরপর কমলার কাছে পাকিস্থান থেকে নানুর কিছু পুরোনো জিনিস আসে যার মধ্যে থাকে একটি ব্যাচলেইট যার কারনেই তার জীবনে আসে ম্যাজিক্যাল চেইন্জ। কিন্ত নানুর পাঠানো ব্যাচলেট আসলেই কি নানু পাঠালো নাকি? বা এটার রহস্য জানার জন্য মারবেলের এই সিরিজ দেখতে হবে। এই এপিসোডের মাধ্যমে কমলা খান যে টিনেজ বয়সে তার মনে যে ক্যাপটেন মারবেলের জন্য উথাল পাতাল সব আজগবি কাহিনী একটি সাধারন জীবন যাত্রার সাথে দেখানো হচ্ছে। তবে মারবেল এই প্রথম মুসলিম পরিবারের অসাধারণ একটা সিরিজ ধরেছে এতে করে মুসলিম কালচার যেমন ভাবে উপস্থাপন করা হয়েছে তেমনী আবার অনেক আংশে খাটো করা হবে বলে মনে করছি কারন বিভিন্ন দেশে এর রিভিউ হবে আর মুসলিম কালচার নিয়ে হতে পারে সমলোচনা আবার পড়তে পারে ভিন্ন ইফেক্টা ও সারা বিশ্ব বুজতে পারবে কত সুন্দর এই মুসলিম নিয়ম কানুন।যাক সবচেয়ে মজার বিষয় হলো এটার প্রথম এপিসোড দেখার সময় আপনার মনে হবেনা যে আপনি মারবেলের কোন শো দেখছেন, মনে হবে ইন্ডিয়ান কোন সুপারহিরু মুভি দেখছেন। যদি ও এটা ইংলিশ মুভি হিন্দি ডাবিং ও পাবেন তবে এর কিছু কিছু শব্দ আপনি ইংরেজিতে ও বুজতে পারেন যেমন শুনেছিলাম সৌদিতে সব কিছু আরবিতে হয় শুধু আযানটা দেয় বাংলায়। ঠিক তেমনী সালাম দেওয়া আসতাকফেরুল্লা বলা তো ইংরেজি তে সম্ভব না তাই অনেক বিষয় বুজা যাবে সহযেই।
এই এপিসোডের ভিজিউয়াল তো ভালোই লেগেছে যখন কমলা আর তার বন্ধু এডভেঞ্চারাস প্রসঙ্গে কথা বলছিলো তখন তাদের সাথে দেওয়ালে এ্যানিমেট হচ্ছিলো কথার বস্তু। আর সেই ভিউজুয়াল কিন্তু চৎমকার লেগেছে। তাছাড়া এপিসোড শেষের দিকে একটি রেপ গান ও বাজে যা আমার কাছে ভালো লেগেছে আপনি ও শুনে নিতে পারেন। তবে প্রথম এপিসোডেই আমি এর পুরো সিরিজের ব্যাপারে বলতে পারিনা সামনে গিয়ে ভালো ও হতে পারে খারাপ ও হতে পারে। প্রথম এপিসোড তো ভালোই লেগেছে। আর আপনি যদি টিনেজার হন বা ১৪ থেকে ১৬ বছর বয়সী হন তাহলে তো সিরিজটি আপনার জন্যই বানানো হয়েছে। ৪৫ মিনিটের এপিসোড যা কিনা আমার জন্য ও কম হয়ে গেছে আর হে রেপ গানের পর আর একটা সীন আছে নাম উঠা দেখে কেটে দিয়েন না কারন ঐখান থেকই পরের এপিসোড শুরু হবে। তাছাড়া এই এপিসোডে মিস মারবেলের পাওয়ার তেমন দেখানো হয়নি। আমি তো এর সব কটা এপিসোডই দেখবো। যদি আপনারা এই এপিসোড দেখে থাকেন তাহলে জানাবেন কেমন লাগলো। লোকল ট্রেনের যাত্রা চলছে হলিউডে ফিরে আসছি বলিউড আর ডালিউড নিয়ে ততক্ষনের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন টা টা
https://youtu.be/foNpUtVbF8s
Leave a Reply