ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দায় আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লামিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তারাকান্দা উপজেলার পূর্ব বালিখা দুহালিয়া কান্দাপাড়া গ্রামের এখলাছ উদ্দিনের কন্যা লামিয়া আক্তার ১৫ ই মে রোববার বিকাল সাড়ে ৫ টার দিকে লামিয়া বাড়ির সামনে আম কুড়াতে যায়। এসময় আমগাছের নীচে সেচ মর্টারের বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেল জানান, সংবাদ পেয়ে অফিসার পাঠানো হয়েছে। তারাকান্দা থানার এস,আই মোঃ সাইদুর রহমান জানান, পিতা-মাতাসহ পরিবারের অভিযোগ না থাকায় ময়না তদন্তে ছাড়াই লাশ দাফন করা হয়।