ফুলপুর উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ীয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রত্না এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার বাবু শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মোঃ আনিসুল হক, ফুলপুর থানা ওসি (তদন্ত) আব্দুল মোতালিব চৌধুরী, ফুলপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌসুমী আক্তার, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক ফুলপুর শাখার ব্যবস্থাপক সুভাস চন্দ্র দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু প্রমুখ। এসময় বিশেষ অবদানে জন্য ৫ জন আনসার ও ভিডিপি সদস্যকে ৫ টি বাইসাইকেল উপহার দেওয়া হয়।