রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি মোঃশাহরিয়ার আহমেদ
নরসিংদী রায়পুরায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে ভৈরব নৌ পুলিশ। বৃহস্পতিবার (২১জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের তুলাতুলি গ্রাম সংলগ্ন বোরহান উদ্দিনের বাড়ীর পাশে’র মেঘনা নদীর পাড়ে ভাসমান অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। ভৈরব নৌ থানা উপপরিদর্শক রাসেল মিয়া সাংবাদিকদের জানান , স্থানীয়রা মেঘনা নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়, খবর পেয়ে ভৈরব নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়দুর রহমানের নেতৃত্বে পুলিশের সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করা হয়। মৃত উদ্ধার করা মহিলার বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর হতে পারে। এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য লাশটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply