প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৭:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২২, ১২:১০ অপরাহ্ণ
রায়পুরা -নিলক্ষায় টেঁটা-আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রুপ, নিহত ১
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি মোঃশাহরিয়ার আহমেদ
নরসিংদী রায়পুরা উপজেলা নিলক্ষা ইউনিয়নে অধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোখলেছ নামক এক যুবক নিহত হয়েছে, আহত হয়েছে ৭ জন, টেঁটা ও গু'লি' বিদ্ব হয়ে সাবেক ১ মেম্বার সহ, উভয় পক্ষের ৬-৭জন আহত হয়। পরে পুলিশ ঘটনায় জরিত ৩ জনকে দেশিয় অস্ত্রসহ গ্রেপ্তার করে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্থানীয় সুবেদ আলী ও শহীদ মেম্বারের সমর্থকদের মধ্যে সং'ঘ'ষের ঘটনা ঘটে, নিহত মোখলেছ উপজেলা নিলক্ষা ইউনিয়নের ডোরার চর এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে এবং সুবেদ আলি সমর্থক সুবেদ আলির পক্ষে সং'ঘ'র্ষে অংশ নিয়ে বাঁশ গাড়ী ইউপি সাবেক সদস্য আমির হোসেন সহ উভয় পক্ষে ৬-৭ জন আহত হয়েছে,গত দের মাস আগে জামিনে মুক্ত হন সুবেদ আলি, মঙ্গলবার দুপুরে তিনি বহিরাগত লোকদের সহযোগিতায় তার লোক জন নিয়ে তার এলাকায় উঠেন,পরে ককটেল বিষফোরন ঘটিয়ে দা,ছুরি,বলম,টেঁটা ও আগ্নি অস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায় ঐ সময় পাল্টা হামলা চালায় শহিদ মেম্বারে র লোকেরা সং'ঘ'র্ষ চলাকালে ১জন নিহত সহ আহত ৭জন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে,ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন , সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল)সত্যজিৎ কুমার ঘোষ। তিনি জানায় আমরা সবসময় এ বিষয় ততপর যাতে যত আগ্নি অস্ত্র উদ্ধার করার জন্য আমরা নিয়মিত অভিযান পরিচালিত হয় এবং আজকে ও অভিযান চলতেছে, ইনশাল্লাহ আমরা অস্ত্র গুলো উদ্ধার করতে সক্ষম হবো , মূল হোতা দের বিষয়ে অভিযান চলছে অবশ্যই আমরা গ্রেফতার করবো...।
Copyright © 2024 NDB News TV. All rights reserved.