আলমগীর পাঠান,নরসিংদী প্রতিনিধিঃ
ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর বাস্তবায়নে “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানী মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) প্রকল্পের আওতায় “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরন” বিষয়কে সামনে রেখে ব্র্যাক প্রবাস বন্ধু ফোরাম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত (১৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে শিবপুর ব্র্যাক অফিসে ব্র্যাক প্রবাস বন্ধু ফোরামের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শিবপুর ব্র্যাক প্রবাস বন্ধু ফোরাম (মাইগ্রেশন ফোরাম) সভাপতি মোঃ মাছুম মোল্লার সভাপতিত্বে ও
ব্র্যাক এমআরএসসি প্রতিনিধি আবির নোমানের পরিচালনায় উপস্থিত ছিলেন শিবপুর ব্র্যাক প্রবাস বন্ধু ফোরাম (মাইগ্রেশন ফোরাম) সাধারণ সম্পাদক মোঃ মনির খান, শিবপুর প্রেসক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম সহ প্রবাসবন্ধু ফোরামের সকল সদস্য বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রোগ্রাম অর্গানাইজার মোঃ হেদায়েত উল্লাহ।
উপজেলার ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে প্রত্যাশা-২ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। বিদেশ-ফেরত অভিবাসীদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বিদেশ-ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক পুনরেকত্রীকরণ সেবা এবং অর্থনৈতিক পুনরেকত্রীকরন, বিভিন্ন প্রশিক্ষণ ও রেফারেল সেবা প্রদান করা হয়েছে ও এই কার্যক্রমগুলো বৃদ্ধির বিষয়ে অঙ্গীকার করা হয়। বিদেশ-ফেরত অভিবাসীদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম শিবপুর ব্র্যাক অফিসের সাথে যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন হতে ক্ষতিগ্রস্ত হয়ে ফেরত আসা প্রবাসী ২০২০ সালের ১লা এপ্রিল থেকে ফেরত আসা অভিবাসীদের যোগাযোগের আহবান করা হয়। পাশাপাশি যে কোনো দেশ থেকে ফেরত আসা অধিক ক্ষতিগ্রস্ত নারী অভিবাসীদের ও সেবা প্রদান করা হয় তা অভিহিত করা হয়.
Leave a Reply