গতকালই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত বহু প্রতিক্ষীত সিনেমা সম্রাট পৃথ্বীরাজ চৌহান। যশ রাজ ব্যানারের সবচেয়ে ব্যয়বহুল এই সিনেমা নিয়ে বিরাট প্রত্যাশা ছিল দর্শকমহলে। প্রসঙ্গত কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অক্ষয়কুমার অভিনীত বহু প্রতিক্ষীত সিনেমা ‘বচ্চন পান্ডে’। এই ছবিটি বক্স অফিসে প্রথম দিনেই ১৩ কোটি আয় করেছে।
তাই দর্শকদের প্রত্যাশা ছিল পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত ৩০০ কোটি বাজেটের তৈরি এই সিনেমাটি মুক্তির প্রথম দিনেই ১৬ কোটির উপরে আয় করবে। কিন্তু দুঃখের বিষয় সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে মুক্তির প্রথম দিনে মাত্র ১২ কোটি আয় করতে পেরেছে। অর্থাৎ অক্ষয়কুমারের সম্রাট পৃথ্বীরাজ বক্স অফিসে আলিয়া ভাটের ছবি গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির মতোই আয় করেছে।
রাজপুত সম্রাট পৃথ্বীরাজ চৌহানের বীরগাথার ওপর তৈরি ঐতিহাসিক পিরিয়ড ড্রামাতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করে বলিউডে ডেবিউ করেছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী মানুষি চিল্লার মুক্তির পর থেকেই যশরাজ ব্যানারের প্রযোজনায় তৈরি এই সিনেমা ঘিরে দর্শকমহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
কেউ এই সিনেমাটিকে EPC বলে আখ্যা দিচ্ছেন তো কেউ বলছেন, ফ্লপবাস্টার, আবার কেউ বলছেন টোটাল ডিজাস্টার। মুক্তির প্রথম দিনেই আইএমডিবি (IMDB)তে ৬.৮ রেটিং পয়েন্ট পেয়েছে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের এই ঐতিহাসিক বীরগাথা। যার কারণ হিসাবে উঠে আসছে অনেকগুলি বিষয়। যার মধ্যে অন্যতম কারণ হিসাবে বলা হচ্ছে ছবিটি দেশের একাধিক শহরে করমুক্ত করা না হলে এর আয় আরও বেশি হতে পারত।
এছাড়া বলা হচ্ছে ভুলভুলাইয়া সিনেমার তুলনায় সম্রাট পৃথ্বীরাজ ছবিটি দেখতে খুব অল্প সংখ্যক মানুষই আছেন যারা হলমুখো হয়েছিলেন। বলা হচ্ছে সেই তুলনায় নন-ডিজিটাল কেন্দ্রগুলিতে এর দখল অনেক বেশি। সেদিক থেকে সিনেমাটি ভালোই করছে। সূত্রের খবর কার্তিক আরিয়ানের ছবি ভুল ভুলাইয়া ২-এর তুলনায় সম্রাট পৃথ্বীরাজকে ৩০ থেকে ৪০ শতাংশ কম মানুষ দেখতে যাচ্ছেন। এখন দেখার এর উইকেন্ড কালেকশন কতটা কি করতে পারে।
Leave a Reply