বিশেষ প্রতিনিধিঃ
ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনের কাজ আগামী জুলাইয়ে শুরু হবে। এরি মধ্যে কিছু অসাধু ব্যক্তি সড়ক বিভাগের দুষ্ট চরিত্রে লোকের সাথে আতাত করে টাকা হাতিয়ে নিতে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা এবং অবৈধভাবে গভীর নলকূপ স্থাপন করেছে যা দৃশ্যমান। এ কুচক্রি মহলের উদ্দেশ্য হলো সরকারের উন্নয়নকে ম্লান করা এবং অধিক মুনাফা হাতিয়ে নেওয়া।উক্ত মেগা প্রকল্পটির প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ২ বিলিয়ন ডলার বাংলা প্রায় ২০ হাজার কোটি টাকা। এর বেশির ভাগ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। ঢাকা-সিলেট ছয় লেন হলো এক্সপ্রেসওয়ে। ২০৯ কিলোমিটার দীর্ঘ এ মহাসড়কে আটটি ফ্লাইওভার,২২টি ওভারপাস, পাঁচটি রেল ওভারপাস, ৬৯টি ব্রিজ, ১০টি আন্ডারপাস, তিনটি ইন্টারচেঞ্জ, ২৯টি ফুটওভার ব্রিজ থকবে।প্রকল্পটি অর্থ হাতিয়ে নিতে সড়ক বিভাগের যোগ-সাজেসে এ ধরনের অবৈধ স্থাপনা হচ্ছে বলে ধারনা করছে সুশীল সমাজ।
Leave a Reply