নিজস্ব প্রতিনিধিঃ
সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ সংবাদ প্রতিদিন এর কুষ্টিয়া প্রতিনিধি মাহবুব সেলিম সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে। বাংলাদেশ সংবাদ প্রতিদিন এর কুষ্টিয়া প্রতিনিধি
ও জাতীয় যুব জোট এর সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম এর উপর গতরাতে কিছু নরপশু হামলা করে।
হামলাকারীরা হলো- টোকন মন্ডল, সেলিম মন্ডল, আলি রাজ আরও অনেকে।
জানা যায়, গত রাতে এক দল সংঘবদ্ধ সন্ত্রাসী মাহবুব খান সালামের উপ হামলা চালিয়ে হাত পায়ের রগ কেটে দেয়। মুমূর্ষু অবস্থাশ তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থা মারা যায়।৷
প্রত্যক্ষদর্শীদের মতে টোকন চৌধুরী ও সেলিম চৌধুরীর নেতৃত্বে সালামের উপর হামলা হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মো: সুমন সরদার সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ।