সুনামগঞ্জ সংবাদদাতাঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজারে মঙ্গলবার মধ্যরাতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছে।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো- মনির মিয়া চায়ের দোকান,মনির মিয়ার জুতার দোকান,আব্দুস সালামের কাপড়ের দোকান,ফজলু মিয়ার ফলের দোকান ও একটি সেলুন পুড়ে ছাই হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকানিদের তথ্যমতে জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার আনোয়ারপুর বাজারে একটি চায়ের দোকানে আকস্মিক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, আগুনের লেলিহান চারিদিকে ছড়িয়ে পড়ে।এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ততক্ষণে ওই বাজারের ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।এতে প্রায় ১০লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও তারা জানান।
তবে কীভাবে আগুনের সুত্রপাত হয়েছে,এখনো কোন তথ্য পাওয়া যায়নি।