আলী হোসেন- বেলাব
আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। আমরা মাইনাস নয় প্লাসের রাজনীতি করি।বড় দল হিসেবে দলের ভিতর ভূল বুঝাবুঝি থাকতেই পারে। তাই আশা করি দল হিসেবে নৌকার বাইরে কেউ যাবেন।সেপ্টেম্বরে আওয়ামী লীগ মাঠে নামলে রাজনৈতিক মোড় অন্য দিকে ঘুরে যাবে।( ১৩ আগষ্ট)শনিবার উপজেলন হল রুমে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে বেলাব উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন,আওয়ামী লীগ নির্বাচন মুখী একটি রাজনৈতিক দল তাই নির্বাচনে বিশ্বাস করি,আগামী নির্বাচনে জনগন আবারও নৌকা মার্কাকে বিজয় করবে,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেন। উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান খাঁন,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন খাঁন মোমেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন ভূঁইয়া,সাবেক জেলা পরিষদের সদস্য মেরাজ মাহমুদ মিরাজ,ছাত্রলীগ সভাপতি সারোয়ার হোসেন অপু,সাবেক ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হাসান ভূঁইয়া সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান,আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।জাতীয় শোক দিবস পালনের লক্ষে দলের পক্ষ হতে উপজেলার প্রত্যক ইউনিয়ন ২০ হাজার টাকা এবং জেলা আওয়ামীলীগের সদস্য খাইরুল মজিদ মাহমুদ চন্দনের ব্যক্তিগত তহবিল হতে প্রতি ওয়ার্ডে ৩ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।