মোঃ মোস্তফা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আফতাব হোসেন নিহত হয়েছেন।শুক্রবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এলাকা বাসির পক্ষ থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট ও মদন হাটের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেটকার একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালকে এলাকা বাসি চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের এসআই নুরুল আলম বলেন, গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন,নিজের স্কুটি চালিয়ে রাতে চবি শিক্ষক আফতাব হোসেন ক্যাম্পাসে ফিরছিলেন। বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট ও মদন হাটের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দেয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মাইক্রোবাসের চালককে আটক করা হয়েছে।
এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার অকাল মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
Leave a Reply