1. admin@ndbnewstv.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বেলাবতে সুশীল সমাজের প্রতিনিধির সাথে মতবিনিময় করেন পররাষ্ট্র উপদেষ্টা মো.তৌহিদ হোসেন বেলাবতে বিদেশী হুইস্কি মদ সহ ২ জন গ্রেফতার বেলাবতে বিএনপির জনসভায় ছাত্রদল সভাপতি প্রার্থী আশিক সুজন মামুনের শোডাউন পৃথিবীতে কোন স্বৈরাচারই দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেনি—— বেলাবতে এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল বেলাবতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বেলাবতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত অরবিট ইনস্টিটিউট অব ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজির নবীন বরণ ও ১০ম ব্যাচের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত। দেশ জাতির কল্যাণে মুসলিম নাগরিক সমাজের ৮ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন। তারেক রহমানের সাজা বাতিল ও মামলা প্রত্যাহারের দাবিতে বেলাবতে সমাবেশ তারেক রহমানের সাজা বাতিল ও মামলা প্রত্যাহারের দাবিতে বেলাবতে সমাবেশ

হলে টানতে পারবে তো একশো কোটির সিনেমা

NDB News TV
  • আপডেট সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৯৬ বার পঠিত

অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন দ্য ডে’ নিয়ে বড় আশার খবর হলো,আগামী ঈদেই মুক্তি পাবে সিনেমাটি ।

১০০ কোটি টাকা বাজেটের আন্তর্জাতিক মানের সিনেমা এটি। কিন্তু বাজেটই কি ছবি সফল হওয়ার জন্য বড় কথা? না থাকলে ভারতের ছবি সম্রাট পৃথিবীরাজ 150 কোটি, বিগ বাজেটরে সিনেমা এভাবে মুখ থুবড়ে পড়তো না । একটি সিনেমার আসল হলো গল্প আর অভিনয়। তাছাড়া অভিনয়ের গুনে ও মাঝে মাঝে ছবির কাহিনী ফুটে উঠে ।কিন্তু অভিনয় তো বাজেট দিয়ে আদায় করা যায় না, তার কতটা দেখা যাবে এ ছবিতে? তাছাড়া ট্রেইলার নিয়ে অনেক ট্রল করেছেন নেটিজেনরা। এই সিনেমার ট্রেইলার দেখে বুজা যায় ব্রাকরাউন্ড মিউজিকের আড়ালে পড়ে যায় ডায়লক । আর বি এফ এস্ক নিয়ে ও রয়েছে শিশুদের গেইম খেলার মতো দৃশ্য। আপনাদের জানার জন্য বলছি এই সিনেমার বি এফ এস্কের কাজের জন্য বাংলাদেশী 720 জন এপ্লাই করেছিলো তাদের মদ্য থেকে 12 জনের ট্রিম নিয়ে করা হয়েছে বি এফ এস্ক কাজ এটা অনন্ত সাহেবের দাবী ছিলো উনি বলেছিলেন স্টুডেন্টরা করেছে তাই একটু চোখে লেগেছে । শেষ মেষ এই ছবি বাংলাদেশের দর্শকদের হল মুখী করতে পারবে তো ?  এমন প্রচারণা সেই প্রশ্নই চোখের সামনে ঝুলিয়ে দিল।তাছাড়া পরিচালক ইরানের সিনেমায় অভিনয় শিল্পি অনেকেই বিদেশী

আগামী কোরবানির ঈদেই মুক্তি পাচ্ছে সিনেমাটি। এজন্য সেন্সর বোর্ডের ছাড়পত্র (৫ জুন) হাতে পেয়েছেন বলে জানান অনন্ত। তিনি বলেন, ‘সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির  প্রশংসা করেছেন। আনকাট সনদও পেলাম। তাই বলা যায়, সিনেমা প্রেমিদের  অপেক্ষার অবসান হতে চলেছে। কোরবানির ঈদেই এটি দেখতে পারবেন তারা।

১০০ কোটি টাকার প্রচারের পাশাপাশি এর আগে অনন্ত জানিয়েছেন এ সিনেমা ৮০টি দেশে ৫টি ভাষায় মুক্তি পাবে। কিছুদিন আগে এক অনুষ্ঠানে তিনি এও বলেছিলেন, এ ছবির জন্য ঈদের বাজারে সব হলই দরকার।

‘দিন দ্যা ডে’ সিনেমায় অনন্ত জলিলের সঙ্গে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা। এই জুটি আগেও কিছু কাজ করেছেন। তবে গত ৭ বছরে তাদের নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। সে হিসেবে দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে ফিরছেন তারা।

এই সিনেমাটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায়। পরিচালনা করেছেন ইরানের মূর্তজা অতাশ জমজম। অনন্ত-বর্ষা ছাড়াও এতে আছেন বাংলাদেশ ও ইরানের অনেক অভিনয়শিল্পী।

https://youtu.be/HeE7oFGkQ3I

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা