বেলাব(নরসিংদী)প্রতিনিধিঃ
আসন্ন বেলাব উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ ইসলাম উদ্দিন তার নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছে। ৭মে মঙ্গলবার বিকালে বেলাব প্রেসক্লাবে তার নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন। আগামী ২১ মে অনুষ্ঠিত হবে ৬ ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে বই প্রতীকে ভাইস চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সমর্থন কামনা করে নিম্ন লিখিত ৫৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন।লিখিত বক্তব্যে তিনি বলেন, মানুষের মর্যাদা প্রতিষ্ঠা, সকল মানুষের সম্মান পাওয়ার অধিকার,তরুণ যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি শতভাগ বাস্তবায়ন,দারিদ্র নির্মূলে যথাযথ উদ্যোগ গ্রহণ,শিক্ষার মান উন্নয়ন,স্বাস্থ্য সেবা নিশ্চিত করন,মোবাইল আসক্তি, অনলাইন জুয়া আসক্তি থেকে উত্তরণের,মাদক নির্মূল সমাজ গঠন,সর্বনাশা মাদক ব্যবসা দূরকরন,কৃষকদের কল্যাণে কাজ করা,বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী পরিত্যক্তা ভাতা গর্ভবতী ভাতা স্বজনপ্রীতি দল মত পথের ঊর্ধে উঠে প্রকৃত পাওনাদারদের হাতে পৌঁছে দেয়া,অপরাজনীতির অবসান,ভয়াবহ সুদের ব্যবসা বন্ধে কাজ করা,বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক আলেম উলামা শিক্ষিত মানুষ, পদস্থ মানুষদের, সরকারি বেসরকারি চাকরিজীবীদের উপজেলার সকল কাজে অংশগ্রহণ নিশ্চিতকরণসহ ৫৩ দফা ইশতেহার ঘোষনা করেন।
Leave a Reply