বেলাবতে হযরত মোহাম্মদ(সঃ) কে নিয়ে কুটুক্তির প্রতিবাদে মুসল্লীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।এনডিবি নিউজ,
আলী হোসেন-বেলাবঃ
নরসিংদীর বেলাবতে মহানবী হযরত মোহাম্মদ( সঃ)কে নিয়ে ভারতের দুই শীর্ষস্থানীয় বিজেপি নেতার কুরুচিপূর্ণ ও বিতর্কিত বক্তব্যে প্রতিবাদে মুসল্লীদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব সুন্নি আন্দোলন বাংলাদেশের ব্যানারে এবং উজিলাব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি ওবায়দুল হকের নেতৃত্বে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়
(১০ জুন)শুক্রবার জুমার নামাজ শেষে পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীরা প্রতিবাদ সভায় অংশ নেয়। সেখানে রাস্তার পাশে সংক্ষিপ্ত মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলসহ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ইমানদার নবী প্রেমিক মুসল্লিরা। সভা থেকে
বক্তারা অবিলম্বে ঐ দুই বিজেপি নেতাকে গ্রেফতারের দাবী জানানো হয়।