করিমগঞ্জ থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার।
স্টাফ রিপোটার্স,কিশোরগঞ্জ( করিমগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের রিমগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযান চালিয়ে করিমগঞ্জ থানার মামলা নং- ৩(৫)১৪ এর সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ছাত্তার মিয়া,জহির মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম সিদ্দিকীর নেতৃত্বে করিমগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয় করিমগঞ্জ থানা পুলিশ।
বুধবার (৪আগস্ট )করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম সিদ্দিকীর নেতৃত্বে এসআই মোঃ আনিসুজ্জামান লিংকন, এসআই মো: আজহারুল ইসলামের সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে করিমগঞ্জ উপজেলা বাহাদুর পুর গ্রাম আসামিদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে করিমগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলো মোঃ ছাত্তার মিয়া, করিমগঞ্জ উপজেলা বাহাদুরপুর গ্রামের পিতা- মৃত আ: গনির ছেলে।জহির মিয়া, করিমগঞ্জ উপজেলা বাহাদুরপুর গ্রামের উভয় পিতা- মৃত আ: গনির ছেলে।
এই বিষয়ে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামছুল আলম সিদ্দিকী জানান, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে আত্ম গোপনে ছিলো আসামিদেরকে গ্রেফতার করতে নানা ভাবে অভিযান চালিয়ে ও তাদেরকে এলাকায় পাওয়া যাচ্ছিল না।পরবর্তীতে সফল অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ উপজেলা বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে আসামিদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয় করিমগঞ্জ থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply