আলী হোসেন-বেলাবঃ
নরসিংদীর বেলাব উপজেলার নারায়নপুরে অবস্থিত সাজেদা ফাউন্ডেশন হতে চুরি হওয়া ৪ লক্ষ ৯১ হাজার ২ শত টাকা মধ্যে ১ লক্ষ৪ হাজার ৬ শত ৫০ টাকা সহ ফাউন্ডেশনের পিয়ন সাত্তার ও ইউসুফ আলীতে গ্রেফতার করেছে পুলিশ। ৩০শে আগষ্ট মঙ্গলবার জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম(পিপিএম)এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা এবং বেলাব থানা অফিসার ইনচার্জ মোঃ তানভীর আহমেদ নেতৃত্বের একটি বিশেষ টিম তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সাত্তার মিয়া(৩৮) রায়পুরা উপজেলার পীরপুর মধ্যপাড়া গ্রামের মৃত সাদত আলীর ছেলে,এবং ইউসুফ আলী(২২)বেলাব উপজেলার ভাওয়ালের চর গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে। সাত্তার মিয়া সাজেদা ফাউন্ডেশনে পিয়ন কাম গার্ড হিসেবে কর্মরত ছিল।
থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো যায় যে ,গত ১৯ আগস্ট দিবাগত রাত কোনো এক সময় সাত্তার মিয়া নারায়নপুর সাজেদা ফাউন্ডেশনের অফিস কক্ষে থাকা আলমারির লকার ভেঙে ৪ লক্ষ ৯১ হাজার ২ শত টাকা চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে বেলাব থানা একটি সাধারন ডায়েরী করেন ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
বেলাব থানা অফিসার ইনচার্জ মোঃ তানভীর আহমেদ ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, আসামী সাত্তার এবং ইউসুফকে গ্রেফতার করা হয়েছে,গ্রেফতার কৃত আসামীদের আইনী প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।