আলী হোসেন-বেলাবঃ
নরসিংদী সদর উপজেলার বালাপুর নবিন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ ওয়াইজ উদ্দিন আকন্দ। গত (৩০ এপ্রিল) বুধবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হন।কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন- দাতা সদস্য মোঃ আবুল হাসেম,অভিভাবক সদস্য মোঃ আলমগীর মিয়া,সেলিম মিয়া, মোঃ ফয়সাল সরকার, রিয়াজুল ইসলাম ভূইয়া, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোসাঃ নিপা আক্তার,শিক্ষক প্রতিনিধি মোঃ মনির হোসেন, মোঃ জলিলুর রহমান ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মুর্শিদা খাতুন এবং সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সবুর। সভাপতি নির্বাচনের জন্য অনুষ্ঠিত এক সভায় সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ওয়াইজ উদ্দিন আকন্দ এর নাম প্রস্তাব করলে, সকল প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিরা তাঁর প্রতি সম্মতি ও সমর্থন জানান। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি নির্বাচিত হন। নরসিংদী জেলার সদর উপজেলায় জমিদার কালী চরণ সাহার হাত ধরে ১৯১৯ সালে স্থাপিত হয় বালাপুর নবিন চন্দ্র উচ্চ বিদ্যালয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সবুর বলেন, নির্বাচিত স্কুল কমিটির সদস্যরা পরবর্তী দুই বছর বিদ্যালয় পরিচালনা করবেন। ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ওয়াইজ উদ্দিন আকন্দ বলেন, বালাপুর নবিন চন্দ্র উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন ও সকলের কাছে সার্বিক সহযোগিতা কমনা করি।তিনি নরসিংদী জেলা জাকের পার্টির সভাপতি। এছাড়াও তিনি মনোহরদীর বীরগাও দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা এবং অন্যান্য প্রতিষ্ঠানের সাথে জড়িত।
Leave a Reply