1. admin@ndbnewstv.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বেলাবতে সুশীল সমাজের প্রতিনিধির সাথে মতবিনিময় করেন পররাষ্ট্র উপদেষ্টা মো.তৌহিদ হোসেন বেলাবতে বিদেশী হুইস্কি মদ সহ ২ জন গ্রেফতার বেলাবতে বিএনপির জনসভায় ছাত্রদল সভাপতি প্রার্থী আশিক সুজন মামুনের শোডাউন পৃথিবীতে কোন স্বৈরাচারই দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেনি—— বেলাবতে এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল বেলাবতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বেলাবতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত অরবিট ইনস্টিটিউট অব ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজির নবীন বরণ ও ১০ম ব্যাচের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত। দেশ জাতির কল্যাণে মুসলিম নাগরিক সমাজের ৮ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন। তারেক রহমানের সাজা বাতিল ও মামলা প্রত্যাহারের দাবিতে বেলাবতে সমাবেশ তারেক রহমানের সাজা বাতিল ও মামলা প্রত্যাহারের দাবিতে বেলাবতে সমাবেশ

NDB News TV
  • আপডেট সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৪৭ বার পঠিত
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 55.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ ইসলাম উদ্দিনের নির্বাচনী ইশতেহার ঘোষন

 

বেলাব(নরসিংদী)প্রতিনিধিঃ

আসন্ন বেলাব উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ ইসলাম উদ্দিন তার নির্বাচনী  ইশতেহার ঘোষনা করেছে। ৭মে মঙ্গলবার বিকালে বেলাব প্রেসক্লাবে তার নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন। আগামী ২১ মে  অনুষ্ঠিত হবে ৬ ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে বই প্রতীকে  ভাইস চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সমর্থন কামনা করে নিম্ন লিখিত ৫৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন।লিখিত বক্তব্যে তিনি বলেন,

১. আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করব। সকল মানুষের সম্মান পাওয়ার অধিকার রয়েছে শুধু কিছু কিছু মানুষ সম্মান পাবে বাকিরা তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার হবে তা হবে না।২. তরুণরাই একটি দেশের চালিকাশক্তি।তরুণ যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের সার্বিক ব্যবস্থা গ্রহণ করব।৩.বেলাব উপজেলার সকল স্তরে সরকার ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি শতভাগ বাস্তবায়নে মরণ পন চেষ্টা করব।৪.যথাযথ বাস্তবমুখী প্রায়োগিক নীতি গ্রহণ করে বেলাব উপজেলার দারিদ্র নির্মূলে যথাযথ উদ্যোগ গ্রহণ করব। ৫.উন্নয়নের জীয়নকাঠি শিক্ষা। শিক্ষার মান উন্নয়নে দেশীয় এবং আন্তর্জাতিক জ্ঞানকে কাজে লাগিয়ে  মানোন্নয়নে কাজ করব ।

৬.স্বাস্থ্য সেবার হয়রানি ধোঁকাবাজি বন্ধ করে সরকারি হাসপাতালের যথাযথ স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে চেষ্টা করব। বেসরকারি হাসপাতাল গুলো যেন গলাকাটা ব্যবসা না করতে পারে, মানুষকে ধোঁকা না দিতে পারে তার জন্য সর্বতোভাবে সকলকে নিয়ে কাজ করব।৭.তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং তরুণদের  মোবাইল আসক্তি, অনলাইন জুয়া আসক্তি থেকে উত্তরণের জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করব।৮.জনগণের সচেতনতার শক্তি দিয়ে মাদক নির্মূল করব। মাদকাসক্তদের যথাযথ চিকিৎসা ও কাউন্সিলিং এর মাধ্যমে সুস্থ সমাজে ফিরিয়ে দিব। সর্বনাশা মাদক ব্যবসা দূরকরনে সামাজিক সচেতনতা তৈরিতে সকলকে নিয়ে কাজ করব।

৯.কৃষকদের কল্যাণে কাজ করব, তারা যেন কোন কাজে হয়রানি শিকার না হয় সে ব্যাপারে যথাসাধ্য বাস্তব ভিত্তিক উদ্যোগ গ্রহণ করব ।কৃষি পণ্য যথাযথ সংরক্ষণে অতি দরকারি কোল্ড স্টোরেজ বেলাবতে করার জন্য আন্দোলন সংগ্রাম চেষ্টা চালিয়ে যাব। ১০.জীবনের পরিক্রমায় প্রবীনদের সকল হতাশা দূর করে তাদেরকে মানসিক ভাবে কিভাবে ভালো রাখা যায়,তাদের স্বাস্থ্য সেবা সহ প্রবীণ কল্যাণে সর্বতোভাবে নিজেকে জড়িয়ে রাখবো।

১১.সামাজিক নিরাপত্তার যে সমস্ত কর্মসূচি রয়েছে বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী পরিত্যক্তা ভাতা গর্ভবতী ভাতা স্বজনপ্রীতি দল মত পথের ঊর্ধে উঠে প্রকৃত পাওনাদারদের হাতে পৌঁছে দেব।১২.নেতা নামধারী উপজেলা মানুষের গণশত্রু লুটপাটকারী দুর্নীতি সন্ত্রাসীর বিরুদ্ধে বিন্দুমাত্র তোয়াক্কা না করে ওদের প্রতিহত করব ইনশাআল্লাহ।

১৩.রাজনীতির নামে অপরাজনীতির অবসান ঘটাবো ইনশাআল্লাহ ।১৪.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক সকল কাজে গণমানুষকে সম্পৃক্ত করে দেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। ১৫.বেলাব উপজেলা থেকে ভয়াবহ সুদের ব্যবসা বন্ধ করব।বেলাল উপজেলার মানুষকে এনজিও নামে ভয়াবহ কিস্তির জ্বালা থেকে মুক্ত করব ইনশাল্লাহ।সুদ মুক্ত ঋণ ব্যবস্থা চালু করে সকল মানুষকে দুনিয়াবী সুখ নিশ্চিত করব ইনশাল্লাহ।

১৬.জনপ্রতিনিধি দল নিরপক্ষ ব্যক্তিগত মতাদর্শ নয় ইনসাফ আদল ও হকের মাধ্যমে প্রকৃত মানুষের কাছে সকল সুবিধা পৌঁছে দিব। ১৭.বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক আলেম উলামা  শিক্ষিত মানুষ, পদস্থ মানুষদের, সরকারি বেসরকারি চাকরিজীবীদের উপজেলার সকল কাজে অংশগ্রহণ নিশ্চিতকরণে সচেষ্ট থাকব ।

১৮.বেলাব উপজেলার কৃতি সন্তানদেরকে দিয়ে কিভাবে মাতৃভূমির কাজ করানো যায় সে ব্যাপারে সর্বোচ্চভাবে সচেষ্ট থাকব। ১৯.কারো সাথে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব এ হবে আমার জীবন চলার রীতি।তবে হা অন্যায়কারী রাষ্ট্রবিরোধী অপকর্মকারী দেশদ্রোহীর  সাথে আপোষ করবো না, তাদের কে দমন করার জন্য সর্বশক্তি দিয়ে সংগ্রাম করে যাব। ২০.হিংসা প্রতিহিংসা রাগ ক্ষোভ ব্যক্তিগত মান অভিমানের উর্ধ্বে উঠে উপজেলা পরিষদকে জনকল্যাণমূলক জন অংশগ্রহণমূলক করে গড়ে তুলবো।

২১.দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম এবং এ জেহাদে শহীদ কিংবা গাজী হয়ে থাকবো ইনশাআল্লাহ। ২২.বেলাব উপজেলা থেকে দুর্নীতি লুটপাট চাঁদাবাজি সরকারি সম্পত্তি দখল,প্রয়োজনীয় জায়গা ইজারার নামে নিয়ে নেওয়া এগুলো বন্ধ করব ইনশাল্লাহ।

২৩.আমি ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষ কিংবা জন্মস্থান ভিত্তিক সকল বৈষম্য নিরসনে কাজ করব। আমি আঞ্চলিকতার দোষে দুষ্ট নই এই কথাটি স্পষ্ট ভাবে বলে দিলাম।২৪.আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষায় কাজ করব।আইনের শাসনের মূল বক্তব্য হচ্ছে আইনের দৃষ্টিতে সকলে সমান, কেউ আইনের উর্ধ্বে নয় ।সুতরাং কেউ যদি কারো নাম ভাঙ্গে কোন জনমানুষকে ভয়-ভীতি হয়রানি দেখাতে চাই তাদের শক্ত হাতে প্রতিহত করব ইনশাআল্লাহ।

২৫.দক্ষ সেবামুখী ও জবাবদিহিতামূলক স্বচ্ছতামূলক উপজেলা পরিষদ গড়ে তুলব ইনশাল্লাহ। একটি আধুনিক প্রযুক্তি নির্ভর দক্ষ দুর্নীতিমুক্ত গণমুখী বেলাব উপজেলা গড়ে তুলবো ইনশাআল্লাহ।২৬.জনমানুষের সেবক প্রশাসনের কিংবা সরকারি সকল মন্ত্রণালয়ের স্বচ্ছতা জবাবদিহিতা ন্যায়পরায়ণতা এবং সেবা নিশ্চিতকরণে কাজ করে যাব ইনশাআল্লাহ। সকল প্রকার হয়রানির অবসান করব ইনশাআল্লাহ।২৭. দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। দুর্নীতি একটি বহুমাত্রিক ব্যাধি।পেশি শক্তির ব্যবহার ও অপরাধের শিকড় হচ্ছে দুর্নীতি। যার ফলে রাষ্ট্র ও সমাজ জীবনে পচন শুরু হয় এবং অর্থনীতি রাজনৈতিক, শিক্ষা স্বাস্থ্য ও প্রশাসনিক প্রগতি কোন ক্ষেত্রে সম্ভব হয় না। জনগণকে সচেতন হতে হবে। জনগণ সচেতন হলে দুর্নীতি মুক্ত করা সম্ভব।

২৮.সন্ত্রাস সাম্প্রদায়িকতা ও মাদক নির্মূলে কাজ করব। মাদকাসক্তদের পুনর্বাসনে কাজ করব। ‘পাপিকে  নয় পাপকে ঘৃণা কর’ এই নীতিতে অটল থাকবো।

২৯.কর্মমুখী শিক্ষায় অধিকতর সচেতনতা তৈরিতে সচেষ্ট থাকব।৩০.তরুণ যুব সমাজ দেশের সম্পদ।তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি নিশ্চিত করবে। দেশের মূল্যবান সম্পদ  এই যুব সমাজকে যুব গোষ্ঠীকে সুসংগঠিত সুশৃংখল এবং উৎপাদন মুখী শক্তিতে রূপান্তরের লক্ষ্যে নানাবিধ উদ্যোগ গ্রহণ করব, যুবকদের জীবন মানে উন্নয়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ ।৩১. সুস্থধারার বিনোদনের জন্য চেষ্টা করব, মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য বিনোদনের ব্যবস্থা করব।৩২.তরুণ সমাজ যেন আদর্শিক ভ্রান্তিতে মোহাবৃষ্ট হয়ে অপতৎপরতায় যুক্ত না হয় সেজন্য কাউন্সিলিং করব এবং তাদের মধ্যে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার বিকাশকে ব্যাপকভাবে ছড়িয়ে দিব।

৩৩. তরুণদের মাদকের ভয়াবহ আসক্তি থেকে মুক্ত করতে প্রাণান্ত চেষ্টা চলমান থাকবে। ৩৪.শিক্ষার মনোনয়নে কাজ করব ।আজকের বিশ্ব জ্ঞান ও বিজ্ঞানের বিশ্ব।শিক্ষার ক্ষেত্রে যে জাতি যত সাফল্য অর্জন করেছে যে সে জাতি জীবন জীবিকার মানোন্নয়নে মানসিক গুণাবলী বিকাশে ততটাই অগ্রগতি ও সমৃদ্ধি লাভ করবে। মানব সম্পদ উন্নয়ন শিক্ষা প্রসারে কাজ করে যাব।৩৫. গ্রামীন মানুষের দুর্ভোগ লাঘবে যেখানে যা প্রয়োজন তা করার জন্য যথাযথ চেষ্টা করব। বিশেষ করে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট যথাযথভাবে যথাযথ জায়গায় করার জন্য সর্বোচ্চভাবে উদ্যোগ গ্রহণ করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সেটি বাস্তবায়ন করব। ৩৬.এতিম দের প্রতি বিশেষ মনোযোগ থাকবে, প্রতিবন্ধী ও প্রবীণ বয়স্ক মানুষদের জন্য বিশেষভাবে সহায়ক ব্যবস্থা গ্রহণ করব। ৩৭.আমাদের পূর্বপুরুষদের মতো সহজ সরল নির্ভেজাল পরোপকারী  মানুষগুলোকে আবারো সামনের সারিতে এনে তাদের হাতে নেতৃত্ব দিয়ে আমরা নিশ্চিত থাকার চেষ্টা করব।

৩৮.পবিত্র কুরআন ও সুন্নাহ পরিপন্থী কোন কাজ করবো না।সকল ধর্মের শিক্ষা ও মূল্যবোধের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করব ।৩৯.প্রবাসীদের শ্রম ও ঘামে বাংলাদেশের অর্থনীতি টিকে আছে ।তাদেরকে সম্মান প্রদর্শন করব তাদের পারিবারিক নিরাপত্তা ও সন্তানদের শিক্ষা অব্যাহত রাখার জন্য সার্বিক প্রচেষ্টা থাকবে।

৪০.অসহায় প্রকৃত অতি দরিদ্র হাভাতে অসুস্থ মানুষদেরকে সকলের সহযোগিতায় তাদের দুর্ভোগ লাঘবে সর্বতোভাবে চেষ্টা করব ।৪১.যখন যা প্রয়োজন বেলাবো উপজেলার আটটি ইউনিয়ন বেলাব,পাটুলি,বিন্নাবাইদ,নারায়নপুর, চর উজিলাব, সল্লাবাদ, বাজনাব,আমলাবরের স্থানীয় মানুষদের সাথে কথা বলে স্থানীয় সমস্যাগুলো যথাযথভাবে সম্পন্ন করে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করব ইনশাল্লাহ।৪২. তরুণদেরকে জুয়ার আসক্তি মুক্ত করব।৪৩.বেলাব উপজেলাকে কিশোর গ্যাং এর হাত থেকে মুক্ত করব।৪৪. সকল প্রকার অশ্লীলতা ও নোংরামি বন্ধ করার জন্য বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করব। ৪৫. ছোট ছোট স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা যেন বিভ্রান্ত হয়ে বাড়ি ছেড়ে পালিয়ে না যায় সেজন্য আমার বাস্তবভিত্তিক পদক্ষেপ থাকবে।৪৬. বেলাব উপজেলায় চুরি ডাকাতি বন্ধে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করব।

৪৭. বেলাব উপজেলার জমি সংক্রান্ত বিরোধ গুলো যথাযথ বিশেষজ্ঞের মাধ্যমে কোনরকম বিশৃঙ্খলা ছাড়া সমাধান করে দেয়ার চেষ্টা করব।৪৮. পারিবারিক বিরোধ মনোমালিন্য ও মান-অভিমান দক্ষতার সাথে মীমাংসা করে দিব ইনশাআল্লাহ। ৪৯. মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধা ভালবাসা আন্তরিকতা নিষ্ঠা ও হাসিখুশির সম্পর্ক বিদ্যমান থাকবে এমন একটি উপজেলা করব ইনশাআল্লাহ।

৫০. দুস্থ অসহায় অতি দরিদ্র মানুষের অতি প্রয়োজন মিটানোর জন্য থোক বরাদ্দের ব্যবস্থা করব।

৫১. দুষ্টের দমন শিষ্টের লালন এই হবে আমার রাজনীতির মূল নীতি।৫২. বিভেদ নয় শান্তি একা নয় সকলকে নিয়ে সমাজে বসবাস করবো সেটা হবে আমার জীবন-নীতি।

৫৩. যা কিছু ভালো যা কিছু সুন্দর যা কিছুতে বেলাব উপজেলা বাসীর মঙ্গল রয়েছে এমন সকল কাজে সর্বদা সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও হাসিমুখে অংশগ্রহণ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা