উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। সোমবার সকালে উপজেলার নির্বাচন কার্যালয় হতে এই সরঞ্জাম বিতরণ করা হয়।ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ মে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল করিম বলেন, কমিশনের নির্দেশনা মোতাবেক নির্বাচনের দিন সকালে ভোট কেন্দ্রে ব্যালট পেপার ও অন্যান্য সরঞ্জাম পাঠানোর হবে।উক্ত উপজেলায় ১ লাখ ৬৭ হাজার ৯৮৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। চেয়ারম্যান পদে ৭, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Leave a Reply