ইতালি প্রতিনিধি
ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্যদিয়ে পবিত্র লাইলাতুল কদরের রাত্রিতে ভেনিসের বায়তুল মা’মূর কেন্দ্রীয় জামে মসজিদে খতমে তারাবীর তে কয়েকশত প্রবাসী মুসল্লী একসাথে নামাজ আদায় করেনা । স্থানীয় বাংলাদেশী মুসল্লীরা ছাড়াও অনেক বিদেশী মুসল্লীর উপস্থিতি ছিলেন।নামাজ শেষে শুকরিয়া আদায় করে পৃথিবীর সকল মুসলিম জাহানের জন্য দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তি চেয়ে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আব্দুল আজিজ।
পুরো রমজান মাস জুড়ে খতমে তারাবী পরিচালনা করেন হাফেজ আল আমিন ও হাফেজ আব্দুল্লাহ উদ্দিন। এছাড়াও শিক্ষানবিশ হিসেবে ছিলেন হাফেজ তৌসিফ খাঁন, হাফেজ তাহমিদ খাঁন ও হাফেজ নাসিম নান্নু। ।
মোনাজাত শেষে মসজিদের মুসল্লীদের পক্ষ থেকে ইমাম ও হাফেজদেরকে সম্মাননা স্বারক প্রদান করা হয় যা ছিল সম্পুর্ন ব্যাতিক্রমি উদ্যোগ এবং যা মুহুর্তের মধ্যেই মসজিদে এক আনন্দঘন পরিবেশ সৃস্টি করে।এই উদ্যোগকে সবাই স্বগত জানান।এছাড়াও পবিত্র রজনিতে পুরো রাত জুড়ে শত শত মুসল্লী মসজিদে ইবাদত বান্দেগীর মাধ্যমে অতিবাহিত করে এবং মসজিদের পক্ষ থেকে সেহরীর ব্যাবস্থা করা হয়।
Leave a Reply