আলী হোসেন-বেলাবঃ
নরসিংদীর বেলাবতে হত্যা ও বিস্ফোরক মামলায়
মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীরকে (৬০) এবং
সোহরাব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টায় নিজ নিজ গ্রামের বাড়ি হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।সোহরাব হোসেন বিন্নাবাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি এবং মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীর পাটুলি ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও বেলাব উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান,শিবপুর থানার একটি হত্যা মামলায় রাতে মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীর ও সোহরাব হোসেনকে তাদের বাড়ি হতে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে শিবপুর থানায় হস্তান্তর করার আইনগত প্রক্রিয়া চলমান।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আফজাল হোসাইন জানান গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলায় এক শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বেলাব থানা পুলিশ কর্তৃক হস্তান্তরের পর পরবর্তী আইনগত পদক্ষেপ ও আদালতে পাঠানো হবে।
Leave a Reply