মোঃ- ফরিদ উজ জামান ( স্টাফ রিপোর্টার)
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুর যোনের যোনাল অফিস সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ২০২৩ সালের যাচাই ও ২০২৪ সালের তথ্যের ভিত্তিতে নির্বাচিত সম্মানিত সদস্য ও সহকর্মীর নাম ঘোষণা করে -একে একে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন -গাজীপুর যোনের যোনাল ম্যানেজার জনাব ফারুখ আহম্মদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অডিট অফিসার জনাব আব্দুল হালিম,প্রশাসনিক কর্মকর্তা অশোক কুমার সাহা, যোনাল অফিসের হিসাব কর্মকর্তা মোঃ- শহীদুল, ইসলাম, অবলোকন কর্মকর্তা কামাল পাশা,নিরিক্ষন কর্মকর্তা ওবায়দা সুলতানা,ও সংগ্রহ বিতরণ কর্মকর্তা মোঃ- ফরিদ উজ জামান।
এরিয়া অফিস থেকে উপস্থিত ছিলেন- কাপাসিয়া এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃএনামুল হক, গাজীপুর এরিয়ার এরিয়া ম্যানেজার, সঞ্জয় কুমার দাস শ্রীপুর এরিয়ার এরিয়া ম্যানেজার আশরাফুল হক, উত্তরা এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ- জিয়াউদ্দিন, সখিপুর এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ- শরিফুল ইসলাম(ভারপ্রাপ্ত)সহ,কাপাসিয়াএরিয়ার প্রোগ্রাম অফিসার সাজ্জাদ হোসেন ও বিভিন্ন শাখা থেকে পুরস্কার নিতে আসা সন্মানিত সদস্য বৃন্দ।
পুরস্কার গ্রহন করতে আসা সদস্যদের মধ্যে উত্তরা এরিয়ার দাউদ পুর রূপগঞ্জ শাখার ১১/ভূমি কেন্দ্রের সদস্য সেলিনা খাতুন বলেন – আমি যখন দুর্দিনে ছিলাম, তখন আমি কারো কাছ থেকে সহযোগিতা পাইনি, এক মাত্র গ্রামীণ ব্যাংক আমাকে ১০,০০০ দশ হাজার টাকা ঋণ দিয়েছিলো, সেই থেকে ব্যাবসা শুরু করি,আল্লাহর রহমতে , আজ আমার দুইটি ব্যবসা প্রতিষ্ঠান, পুঁজির পরিমাণ ও প্রায় অর্ধকোটি টাকা। তাই আজ আমি ও আমার পরিবার গ্রামীণ ব্যাংকের প্রতি চিরকৃতজ্ঞ।আল্লাহর রহমতে আমরাই ভালো রাখবো – ভালো থাকুক গ্রামীণ ব্যাংক। আবেগ আপ্লুত হয়ে সেলিনা বেগম উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন গ্রামীণ ব্যাংক গরীব মানুষের জন্য একমাত্র আশ্রয়স্হল যেখান থেকে সহযেই ঋণ গ্রহণ করে মানুষ স্বাবলম্বী হতে পারে। তাই গ্রামীণ ব্যাংক ভালো থাকলে আপনি আমি ভালো থাকবো, দেশের গরীব মানুষ ভালো থাকবে, তাই এই প্রতিষ্ঠানে যাতে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারি সেই দোয়া সকলের কাছে চাই।
Leave a Reply