ফরিদ উজ জামান ( স্টাফ রিপোর্টার)
বৃক্ষ না থাকলে প্রানের অস্তিত্ব থাকবেনা, বৃক্ষহীন পৃথিবী যেন প্রান হীন মহাশ্মশান। অফুরন্ত সৌন্দর্যের এক মধুর নিকুঞ্জ আমাদের এ পৃথিবী। এ বিশ্বকে সুশীতল ও বাসযোগ্য করে গড়ে তোলার ক্ষেত্রে বৃক্ষের অবদান অনশ্বীকার্য। তাই মানব জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। “দাও ফিরিয়ে সে অরণ্য লও এ নগর ” কবির এ আরতি আজ অরন্যে রোদন এ পরিনত হয়েছে। কেননা এ অরন্য দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে মানুষের কুঠারের আঘাতে।এ হচ্ছে মানুষের আত্মঘাতি কর্ম। তারই ধারাবাহিকতায় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩ই অক্টোবর ২০২৪ তারিখ ছিলো গ্রামীণ ব্যাংকের বৃক্ষ রোপণের ২য় বিশেষ দিবস। প্রধান কার্যালয় কর্তৃক এবছর ৩০ কোটি বৃক্ষ রোপণের মাধ্যমে বিগত বছরের রেকর্ড ভঙ্গ করে নতুন রেকর্ড তৈরি করার লক্ষ্যে গাজীপুর যোনে ৫ টি এরিয়ার সকল শাখায় ফলদ ও বনজ মোট ৫২৮৮০০ টি বৃক্ষ রোপণ করা হয়। এর মধ্যে ফলদ ৩১০৭০০ ও বনজ ২১৮১০০ টি বৃক্ষ রোপণ করা হয়েছে।
গাজীপুর যোনের যোনাল ম্যানেজার জনাব ফারুখ আহম্মদ বক্তব্যে বলেন – বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। তিনি আরও বলেন, বায়ুমন্ডল থেকে কার্বনডাই-অক্সাইড গ্যাস গ্রহণ করে প্রানীকূলের জন্য অক্সিজেন সরবরাহ করে থাকে।গাছপালা নদী ভাঙ্গন, বৃষ্টিপাত ও পানি- স্ফীতির হাত থেকে রক্ষা করে। গাছপালা শুধু মানুষ বা জীব- জন্তুর কাজেই লাগেনা, এরা পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। তাই গাছ লাগানোর মাধ্যমে আমাদের জীবন রক্ষায় উদ্যোগী হওয়া অত্যান্ত জরুরী।
চলুন প্রত্যেকেই আমরা বাড়ির আঙিনায় খালি না রেখে, যার যতটুকু জায়গা আছে প্রতিটি খালি জায়গায় গাছ লাগিয়ে রাখি। গাছ আমাদের অর্থ ও যোগান দেয় তাই স্বাবলম্বী হতে হলে আমাদের খালি জায়গায় গাছ লাগিয়ে বাড়তি আয়ের ব্যবস্থা করা অত্যান্ত জরুরি ও সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত নেওয়া আমাদের প্রত্যেকের সময়োপযোগী সিদ্ধান্ত।
Leave a Reply