আলী হোসেন- বেলাবোঃ
নরসিংদী বেলাবতে ২৫ বোতল বিদেশি হুইস্কি (মদ) সহ
কুমারেশ সরকার (৪৪)এবং নন্দলাল(৩৫)নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেলাবো থানা পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাত ০৭.৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা- সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড বারৈচা জেনারেল হাসপাতালের সামনে থেকে
এসআই মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার নতুন ঘুরাঘুরিয়া বড় জঙ্গল গ্রামের ক্লান্তি সরকারের ছেলে কুমারেশ সরকার এবং কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার
হারাং গ্রামের মৃত হরিপদ দাসের ছেলে নন্দলাল দাস।
এসআই রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বারৈচা জেনারেল হাসপাতালের সামনে থেকে বিদেশি ২৫ বোতল হুইস্কি ( মদ)সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করি।বেলাব থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন,জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে নিয়মিত মাদকের বিরোদ্ধে অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিদেশি হুইস্কি (মদ)সহ ২ জনকে গ্রোফতার করতে সক্ষম হই। মাদক ও জুয়ার বিরোদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply