বিশেষ প্রতিনিধি
নেত্রকোণার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা হাটখলা গ্রামে বৃহস্পতিবার (৫ মে) সকালে ধান কাটাকে কেন্দ্র করে একই গ্রামের লিয়াকত আলীর ছেলে শফিকুল (২৫), খায়রুল ইসলাম (২০)কে ধান কাটার কাস্তে দিয়ে জবাই করে হত্যা করে। সরেজমিনে গিয়ে জানা যায়,মৃত আঃ খালেকের ছেলে খায়রুল ইসলাম গরুর জন্য ঘাস কাটতে বাড়ির সামনে হাওরে যায়।একই সময়ে শফিকুল, খায়রুলকে বলে ‘আজ আমার ধান ক্ষেত কাটার কথা ছিল,কিন্ত তুই এখন কোথায় যাস?’ উত্তরে খায়রুল জানায় ‘আমি রাত্রে তোমার চাচাকে বলে দিয়েছি, বিরোধপূর্ণ জমিতে আমি ধান কাটতে পারব না।’ ফলশ্রুতিতে শফিকুল উত্তেজিত হয়ে খায়রুলের হাতে থাকা ধানের কাস্তে দিয়ে খায়রুলের গলায় টান মারে। এতে খায়রুল গুরুতর আহত হলে তার পরিবারের স্বজনরা তাকে মদন উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মদন থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম বলেন, সংবাদ শুনে ঘটনাস্হলে তাৎক্ষণিকভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি।অভিযোগ আসলে তদন্ত করে আইনগত ব্যবস্হা নেয়া হবে।
Leave a Reply