বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সড়ক পরিবহন শ্রমিক শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মো. সাইফুল ইসলাম সভাপতি ও মো. বাবুল মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৬মে) রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন উক্ত নিবার্চনের প্রিজাইডিং অফিসার ও দৈনিক যুগান্তর এর উপজলা প্রতিনিধি মো. তোবারক হাসান খোকন। বিরিশিরি পি.সি নল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ত্রি-বার্ষিক নির্বাচনে অন্যান্য পদে কার্যকরী সভাপতি মো.বাচু মিয়া, সহ-সভাপতি বাবুল মিয়া, যুগ্ম সম্পাদক মো. বিল্লাল মিয়া, সহঃসম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক রাসেল মিয়া, কোষাধ্যক্ষ উসমান গনি, দপ্তর সম্পাদক আলিউল আজিম নিবার্চিত হয়েছেন। ১০টি পদে ৩৩জন প্রার্থী নিবার্চনে প্রতিদ্বন্ধিতা করেন। বরাবরের মতো এবারও দুর্গাপুর প্রেসক্লাব এর সাংবাদিকগন এ নিবার্চন পরিচালনা করেন। এ সময় অন্যদের মধ্যে, জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি ও প্রধান নিবার্চন কমিশন মো. শাহজাহান মিয়া, জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের নেতা মোজাম্মেল হাসান ফয়সাল, মো. তোফাজ্জল হাসান দীপু, মো. কামরুল ইসলাম, মো. আরিফ খান, মো. বজলুর রহমান, মো. শিবলী সাদিক, মো. সুলতু মিয়া উপস্তিত ছিলেন।
Leave a Reply