ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
সর্বোত্তম স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আধুনিক স্বাস্থ্যসেবা নিয়ে যাত্রা শুরু করল লা ভিডা হসপিটাল। রোববার দুপুরে আশুগঞ্জে নাহার গার্ডেন সিটিতে নব নিমির্ত লা ভিডা হসপিটালের শুভ উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। লা ভিডা হসপিটালের চেয়ারম্যান আতাউর রহমান কবীরের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক ডাঃ সালমা ইসলাম শান্তার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শেউলী আজাদ,আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি, উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়া, যুগ্ম আহবায়ক আবু নাছের আহমেদ, আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুপুর সাহা, নাহার গার্ডেন সিটির চেয়ারম্যান সামসুন্নাহার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরাম উদ্দিন সহ বিভিন্ন হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে বক্তব্য রাখেন ডাঃ আব্দুল্লাহ আর মাহমুদ নজরুল, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, নাহার গার্ডেন সিটির ব্যাবস্থাপনা পরিচালক কামরুজ্জামান রিপন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ডাঃ সানাউল্লাহ খন্দকার, মাসুম সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লা ভিডা হসপিটালের প্রতিষ্ঠাতা সদস্য মারুফ আহমেদ রনি। অনুষ্ঠানের তত্বাবধানে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের রেসিডেন্স সার্জন ডাঃ কে এম ফয়সল আল আহসান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ মোঃ সুমন সরকার ও জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নূর ই ফারিয়া। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন লা ভিডা হসপিটালের প্রতিষ্ঠাতা সদস্য ফারুক আহমেদ, বাকের আহমেদ খান, তানভীর আজহার, মিনহাজ হৃদয়সহ উদ্বোধনী অনুষ্ঠানে রাজনৈকিত, সামজিক, সংগঠনের বিশেষ ব্যাক্তিবর্গ এবং লা ভিডা হসপিটালের সকল প্রতিষ্ঠাতা সদস্যগন উপস্থিত ছিলেন।
Leave a Reply