বেলাব উপজেলা প্রতিনিধিঃ
নরসিংদীর বেলাবতে সাইকেল চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। ২৮ জুন ২০২২ ইং রোজ মঙ্গলবার সকালে ১০ টায় উপজেলার দক্ষিনধুরু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের তিনটি সাইকেল চুরি করতে গিয়ে হাতেনাতে এই তিন চোরকে আটক করে স্থানীয়রা।
গ্রেফতারকৃত চোরচক্রের সদস্যরা হলেন, মোঃ পাহাড় উজিলাব সেকেরটেক গ্রামের আবুল হোসেনের ছেলে শিপন মিয়া, একই গ্রামের ফজলুল হকের ছেলে মোঃ বাছেদ মিয়া এবং আব্দুল্লানগর গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে মোঃ পাভেল মিয়া।
দক্ষিনধুরু পরিষদের সদস্য মোঃ মোবারক হোসেন জানান, প্রায় দক্ষিনধুরু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাইকেল চুরি হয়, আজ শিক্ষার্থীরা সাইকেল মাঠের একপাশে রেখে ক্লাসে ঢুকে গেলে উক্ত চোরদ্বয় তিনটি সাইকেলের তালা কেটে নিয়ে পালিয়ে যাচ্ছিল। পরে জনতা তাদের আটক করে। ঘটনা জানতে পেরে পুলিশকে খবর দেই। এবং উক্ত তিন চোরকে পুলিশে সোপর্দ করি।
উল্লেখ্য যে, শিপন মিয়া সহ তারা তিন ভাই- ই এ চুরি পেশার সাথে জড়িত।
বাজনাব ইউনিয়ন বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর(এসআই) মোঃ মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করতে চাইলে সারা দিনে একবারও তিনি ফোন রিসিব করেনি।
বেলাব থানা অফিসার ইনচার্জ মোঃ সাফায়েত হোসেন পলাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং দুই জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি, অপর একজন আমরা ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই কৌশলে পালিয়ে যায়। তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণকরা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে আমরা পুলিশ প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছি।
Leave a Reply