স্টাফ রিপোটার্স(ডামুড্যার)শরীয়তপুরঃ
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হলেন শরীয়তপুরের ডামুড্যার মেহেদী হাসান শিমুল। গত রবিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল- নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর স্বাক্ষরিত কমিটিতে মেহেদী হাসান শিমুল কে সহ সম্পাদক পদে মনোনীত করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শরীয়তপুর সহ তার নিজ উপজেলা ডামুড্যা থেকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
মেহেদী হাসান শিমুল শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলার কেহরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার এমদাদ হোসেন এর পুত্র এবং ধানকাঠি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম মাওলা রতনের বোনের সন্তান। মেহেদী হাসান শিমুল উপজেলার চরমালগাঁও উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি ও
সরকারি নাজিম উদ্দীন কলেজে মাদারীপুর থেকে এইচ. এস.সি পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন।
মেহেদী হাসান শিমুল জানান দেশরত্ন শেখ হাসিনা আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন আমি আন্তরিক ভাবে চেষ্টা করব সে দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ছাত্রলীগের কেন্দ্রীয়
কমিটির সভাপতি আল- নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের কাছে।
Leave a Reply