স্টাফ রিপোর্টার নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের পাহাড় উজিলাব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পুণ-নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল (১৮ জানুয়ারী) বুধবার সকালে হাজ্বী মোঃ রহম আলীর উদ্যোগে, মসজিদ কমিটি ও এলাকাবাসীর সার্বিক তত্ত্বাবধানে এই নির্মান কাজের উদ্ভোধন করা হয়। মসজিদটির বয়স প্রায় ৫০ বছর হওয়ায় ছাদে ফাটল ধরলে মুসল্লিদের জন্য নামাজ পড়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যার পেক্ষিতে মসজিদটি ভেঙ্গে পুণ- নির্মান করার উদ্যোগ গ্রহন করা হয় । ৪৫×৪৫ ফিট দৈর্ঘ প্রস্তে তিন তলা ফাউন্ডেশনে মসজিদটির পুণ -নির্মান কাজের উদ্ভোদন করা হয় বলে জানা যায়। এসময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলাউদ্দিনপ্রধান, আমলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হাসান ভুইয়া, হাজ্বী অলফত আলী,বেলাব প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশারফ হোসেন নীলু, মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আব্দুল করিম, মসজিদ পরিচালনা কমিটির সদস্য আব্দুল মালেক সুমন, আশরাফুল ইসলাম আসাদ, আব্দুল খালেক,মোঃ গোলাপ মিয়া, মাওলানা উবাইদুল হক, মাওলানা হাবীবুর রহমান আশিকী,মাওলানা কামাল হোসেন আশিকী, আঃ রশিদ, মোঃ জগত মিয়া প্রমুখ। পরিশেষে মসজিদটি পুণ নির্মানে সকলের আর্থিক ও সার্বিব সহযোগিতা কামনা করে সকলের জন্য রাব্বুল আলামিনের কাছে বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply