নরসিংদী জেলার মনোহরদী – বেলাব উপজেলায় শীতার্তদের মাঝে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব কাজী মোঃ মাজহারুল ইসলাম এর কম্বল বিতরণ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পৌছে দেয়ার লক্ষ্যে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মাজহারুল ইসলাম নরসিংদী জেলার মনোহরদী -বেলাব উপজেলায় শীতকাল ব্যাপি ধারাবাহিক কর্মসূচী হাতে নিয়েছেন।
তারই ধারাবাহিকতায় বেলাব ও মনোহরদী উপজেলায় একহাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মাজহারুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মানবিক যুবলীগের প্রবক্তা কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাইয়ের নির্দেশনা অনুযায়ী আমরা মানবিক যুবলীগ সারাদেশে অসহায় মানুষের জন্য শীতকাল ব্যাপি শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। তারই ধারাবাহিকতায় আমি আমার নিজ জন্মস্থান নরসিংদী জেলার মনোহরদী -বেলাব উপজেলার শীতার্ত মানুষদের কম্বল বিতরণ করেছি ।
তিনি আরও বলেন, দেশে শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র ও অসহায় মানুষ অত্যাধিক কষ্ট পাচ্ছে। আমাদের এই কর্মসূচি পৌষ ও মাঘ মাস পর্যন্ত অব্যাহত থাকবে। শীত এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে কাতর হয়ে যায়, খাবারের চেয়েও তাদের শীত নিবারণ জরুরী হয়ে পড়ে।
তিনি সরকারের পাশাপাশি যুবলীগের কর্মীদের এই মহৎ কাজের নির্দেশনার জন্য মানবিক যুবলীগের প্রবক্তা শেখ ফজলে শামস পরশ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।
এছাড়া, সমাজের বিত্তশালীদের শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে তিনি আরও বলেন, বিশেষ করে আমাদের নজর দিতে হবে গ্রামের খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্কদের প্রতি। মানবতার পাশে দাঁড়ানোই হচ্ছে সর্বোত্তম কাজ।
কম্বল বিতরণ করার সময় এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply