ফয়সাল আহমেদ আবদুল্লাহ
নরসিংদী জেলা জাকের পার্টির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় নরসিংদী আন্তঃজেলা বাসটার্মিনাল ও শিবপুর উপজেলা বাঘাব ইউনিয়ন ( নরসিদংদী জাকের মঞ্জিল) সহ- দুইটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের নির্দেশ ক্রমে জাকের পার্টির উদ্যোগে সারা দেশব্যাপী একযোগে সকাল ১০ টায় ঈদুল ফিতরের ৪ শতাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতে বিপুল সংখ্যক মুসলী অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশও জতীর অব্যাহত উন্নয়ন অগ্রগতি এবং সমৃদ্ধি মুসলিম উম্মাহর ঐক্য সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তিকামী বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। এর আগে জাকের পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী (র.) ছাহেবের রওজা শরীফ জিয়ারত করা হয়। একই সঙ্গে দেশজুড়ে একযোগে সকাল ১০টায় অনুষ্ঠিত ৪ শতাধিক জামাতে একইভাবে জাকের পার্টির প্রতিষ্ঠাতার রওজা শরীফ জিয়ারত করা হয়।
Leave a Reply